শিক্ষার আলো ডেস্ক
আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হককে সাময়িক বরখাস্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। ইতোমধ্যেই ওই প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনের দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হকের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।
জানা গেছে, দিনাজপুর টিটিসির একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর মুর্যাল স্থাপন, একাডেমিক ভবনে বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নসহ বিভিন্ন কাজের প্রস্তাবনার বরাদ্দ অর্থ দিয়ে বাথরুম নির্মাণ ও ইলেকট্রিক্যাল সাব-স্টেশন সংস্কারসহ বিভিন্ন কাজ করেন অধ্যক্ষ। ভুয়া বিল তৈরি করে, সেমিনার না করেই, সভায় অনুপস্থিতদেরকেও উপস্থিত দেখিয়ে এবং ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনসহ বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Discussion about this post