অনলাইন ডেস্ক
সরকার সুন্দরবনকে ঘিরে ২০টি স্পটে ইকোটুরিজম চালু করার চিন্তা করতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী । স্পটগুলো তৈরির সময় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেটিও বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। এজন্য বুয়েটকে দিয়ে একটি সার্ভেও করানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় যশোর বিমানবন্দর চত্বরে যশোর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। নতুন করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে সরকার কাজ করছে। পর্যায়ক্রমে যশোর বিমানবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দীন, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার থেকে যশোর চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এ ফ্লাইট প্রতি রোব, মঙ্গল ও বৃহষ্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। আর বিকেল ৫টা ১০মিনিটে যশোরের অবতরণ আসবে। এছাড়া প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার দুপুর ১টা ৪৫মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে উড্ডয়ন করবে।
Discussion about this post