অনলাইন ডেস্ক
রাজধানীতে শীত ভালভাবে শুরু হওয়ার আগেই খালের পানি পরিস্কারে তোড়জোড় শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের ওপর ময়লা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে, রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
মেয়র আতিক বলেন, এখন থেকে কেউ খালের মধ্যে ময়লা-আবর্জনা ফেললে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে জেল-জরিমানা প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে।
তিনি জানান, এরইমধ্যে যে সব খাল উদ্ধার করা হয়েছে, সেগুলের দুই পাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এখানে সার্বক্ষণিক নজরদারি শুরু হয়েছে।
উত্তরের মেয়র আরো জানান, আগামী মাসের মধ্যে আরো কিছু খাল পুনরুদ্ধার করে সীমানা পিলার নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি করবে সিটি কর্পোরেশন। এজন্য চলতি বছর ২০ কোটি টাকা বরাদ্দ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
Discussion about this post