অনলাইন ডেস্ক
২২টি দেয়ালচিত্র আর শতাধিক ডিজিটাল মুহূর্তের সমন্বয়ে তৈরি ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনা এটি।
এর আগে গত ২১ অক্টোবর নগরের এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী ও জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার।
এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থী ও দর্শকরা অনন্য শিক্ষামূলক পরিবেশনা নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
Discussion about this post