অনলাইন ডেস্ক
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য জরুরিভাবে ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আল-আরাবিয়া নিউজ জানায়, আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে, ৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সিনোফার্মের টিকা এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন করেছিল সংযুক্ত আরব আমিরাত।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের টিকা নিরাপদ এবং এটি ৫ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।’
এতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, যারা এর আগে ফাইজার-বায়োএনটেক ও স্পুটনিকের টিকা নিয়েছেন, তারা চাইলে বুস্টার ডোজ নিতে পারেন।
এর আগে, ২ ডোজ টিকা প্রাপ্তদের সিনোফার্ম টিকার মাধ্যমে বুস্টার ডোজ দিয়ে আসছিল দেশটির সরকার।
Discussion about this post