অনলাইন ডেস্ক
দস্যুমুক্ত সুন্দরবনের ৩ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটের রামপালে চলছে বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও র্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুন্দরবন দস্যুমুক্ত করতে বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমকে ধন্যবাদ জানান পুলিশ মহাপরিদর্শক। এ সময় আত্মসমর্পণকারী দস্যুদের ঘর, গরু, ইঞ্জিনচালিত নৌকাসহ বিশেষ সহায়তা দেয়া হয়।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। মোট ৩২টি বাহিনীর ৩২৮ জন দস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এর মধ্যে সবচেয়ে বড় ছিল মাস্টার বাহিনী। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমের মধ্যস্থতায় আত্মসমর্পণ করে দস্যুবাহিনী।
Discussion about this post