শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের বদলে পরীক্ষা দেওয়ার সময় আটক মাসুদ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাসুদ সরকার ও ভর্তি পরীক্ষার্থী জুলকার নাইন শাহীকে আসামি করা হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) চবির নিরাপত্তা দফতরের প্রধান শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন (অপরাধ)-এর ৩ নম্বর ধারায় মামলাটি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ৩১ অক্টোবর ১০ হাজার টাকা চুক্তিতে জুলকার নাইন শাহীর বদলে পরীক্ষায় অংশ নিয়ে চবির প্রক্টরিয়াল বডির হাতে ধরা পড়েন মাসুদ সরকার। পরে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতের কাছে মাসুদ সরকারকে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এরপর প্রক্টরিয়াল বডি আবার মাসুদ সরকারকে জিজ্ঞাসাবাদ করে ভর্তি জালিয়াতি চক্রের সন্ধান পান।
মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী টাকার বিনিময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিয়েছেন মাসুদ সরকার। এক্ষেত্রে মাসুদকে সহযোগিতা করেছে একটি বড় জালিয়াত চক্র। চক্রের মূল হোতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ওমর ফারুক। চক্রটি ভর্তিচ্ছু শিক্ষার্থী খুঁজে বের করে বিভিন্ন ধাপে কাজ করত। এমনকি পরীক্ষায় চান্স নিশ্চিত করার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত জালিয়াত চক্রের এ সদস্যরা।
Discussion about this post