শিক্ষার আলো ডেস্ক
একটি চক্র বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল । সার্টিফিকেট তৈরি করে প্রতারণায় জড়িত এমনই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।
শনিবার (৬ নভেম্বর) ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ অহিদুজ্জামান বাবু, মোঃ তানভির আহম্মেদ, মো. রাজু হাওলাদার, মোঃ খোকন, ও মোঃ শহীদুজ্জামান চৌধুরী।
গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করে বলেন, জালিয়াতি চক্রের কতিপয় সদস্য কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুরের ৩নং গলির একটি ফ্ল্যাটে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরী করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অহিদুজ্জামান, তানভির, রাজু, ও খোকনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ৯টি, Wove Cream Paper 220 GSM ০২ প্যাকেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড-০১টি, স্যামসাং মনিটর ১টি, ভিশন সিপিইউ ০১টি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার ১টি, ও ১০০ টাকার স্ট্যাম্প ০৫টি উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রমনা থানার সেগুন বাগিচা এলাকা থেকে বিকাল ৪:১৫টায় এঘটনায় জড়িত শহীদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
Discussion about this post