নিজস্ব প্রতিবেদক
আসন্ন এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা ও পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনের লক্ষ্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা শনিবারও (১৩ নভেম্বর) খোলা থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনের লক্ষ্যে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। যেকোনো প্রতিষ্ঠান বা পরীক্ষার্থী তাদের সমস্যা নিয়ে আসতে পারবে। আমরা তা সমাধান করবো।
Discussion about this post