ড. এ কে আব্দুল মোমেন ,পররাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশের হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত বিভিন্ন অলিম্পিয়াড উৎসবে অংশ নিচ্ছে, সেগুলোর মধ্যে ‘বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব’ অন্যতম। এসব আয়োজনের মধ্য দিয়ে তরুণ শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে তুলে ধরছে। দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিডিবিও এবং সমকালের এই আয়োজনে আমার এর আগেও অংশ নেওয়ার সুযোগ হয়েছে। আমি জানি, বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ধারাবাহিকভাবেই সাফল্য এনে তরুণ শিক্ষার্থীরা বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।
আমাদের তরুণদের প্রতিভার কমতি নেই। বরং সীমিত সম্পদ নিয়েও কালে কালে প্রতিভাবানরা সম্মান বয়ে এনেছে। আজকের তরুণ প্রজন্মও বিজ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে। শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনকে কাজে লাগাতে হবে। মানুষের নিরন্তর এগিয়ে যাওয়ার প্রধান চালিকাশক্তি জিজ্ঞাসা। প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বিজ্ঞানের বিস্ময়কর উদ্ভাবন এবং দুর্নিবার অগ্রযাত্রা মানব সভ্যতার। অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, শিল্প, কৃষি, অবকাঠামো- সর্বত্র বাংলাদেশ অভাবনীয়ভাবে এগিয়ে গেছে বিগত বছরগুলোতে। দেশের তরুণদের নিরবচ্ছিন্ন বিজ্ঞানচর্চা এই অর্জনকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই অগ্রযাত্রায় পথপ্রদর্শক হিসেবে অগ্রজদের এগিয়ে আসতে হবে। পাঠ্যক্রমের বাইরেও বিজ্ঞানচর্চার পথ প্রসারিত করতে হবে। মনে রাখবেন, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস/শিখছি দিবারাত্র।/এই পৃথিবীর বিরাট খাতায়/পাঠ্য যেসব পাতায় পাতায়/শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশমাত্র…।’
বন্ধুরা, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন করতে নারীদের বিজ্ঞান শিক্ষায় আরও সুযোগ করে দিতে হবে। সব বাধা মোকাবিলা করেই শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে হবে। আন্তর্জাতিক অলিম্পিয়াডে তরুণ শিক্ষার্থীরা অনেক ভালো ফল বয়ে আনছে। সবার মধ্যে এ প্রভাব ছড়িয়ে দিতে এবং বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি এর আগেও বলেছি, বিদেশের মাটিতে আমাদের এই শুভেচ্ছাদূতদের সঙ্গে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও শুভেচ্ছা। আয়োজক সমকাল সুহৃদ সমাবেশ ও জীববিজ্ঞান অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
[ঈষৎ সংক্ষেপিত]
Discussion about this post