অনলাইন ডেস্ক
চট্টগ্রামে তেরোটি সফল অপারেশনের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। এখন কক্সবাজারে রিক্সা চালান, পতিত জমিতে ক্ষেত খামার করে সংসার চালান। তাতে তার কোন দুঃখ নেই। শুধু জীবনের শেষ সময়ে নিজের একটি জায়গার উপর তৈরি ঘরে শেষ নিঃশ্বাসটুকে ফেলার স্বপ্ন দেখেন এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধে চট্টগ্রাম এক নম্বর সেক্টরে তেরোটি সফল অপারেশনে অংশ নেন সাহসী যোদ্ধা আব্দুল খালেক। নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পান তিনি।
বহু দিন আশ্রয়হীন থাকার পর কক্সবাজারের ঝিলংজার দরিয়া নগর আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেন আব্দুল খালেক। তার নিজের কোন জমি কিংবা ঘরবাড়ি কখনো ছিল না।
খালেকের বয়স এখন চুয়াত্তর। চার সন্তানের মধ্যে তিন মেয়ের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেটি দিনমজুরের কাজ করেন। সংসার চালাতে এখনো তাকে রিকশা চালাতে হয়।
বয়সের ভারে রিকশার প্যাডেল চাপতে পারেন না আগের মতো। তাই মাঝে মধ্যে ক্ষেত খামারে কাজ করেন জীবন-জীবিকার তাগিদে।
আব্দুল খালেক চান, মৃত্যুর আগে তার নিজের একখন্ড জমি হোক। তার অনুপস্থিতে তার পরিবার মাথা গোজার ঠাঁই পাক নিজের জমিতে।
বর্তমানে সরকারে আশ্রায়ণ প্রকল্পের একটি ঘরে গোটা পরিবারকে নিয়ে থাকেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
Discussion about this post