নিজস্ব প্রতিবেদক
শিশুদের পড়াশোনার বিষয়ে আমরা যেমন নজরদারি রাখি তেমনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আরো নজরদারিতে রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ দুই দিকই রয়েছে। বর্তমান যুগে এসে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই প্রযুক্তিবান্ধব এবং দক্ষ হতেই হবে। বর্তমান যুগের এবং ভবিষ্যতেও একই চাহিদা। সেজন্য আমাদের শিশুদেরকে একদম শৈশব থেকেই তাদেরকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। তা না হলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না। আমরা চাই নতুন প্রজন্ম এই চতুর্থ বিপ্লবের সফল অংশীদার হবে। সে কারণেই অবশ্যই প্রযুক্তি প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে শিশুদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের অবশ্যই নজরদারি রাখতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় যে ঘাটতি তৈরি হয়েছে যদি করোনার ভয়াবহতা আগামী শিক্ষাবর্ষে না পড়ে তাহলে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা রয়েছে।
দেশব্যাপী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল সবজায়গায় একরকম নয়। কিছু কিছু জায়গায় ভিন্ন ভিন্ন কিছু চিত্র দেখা গেছে। তবে মনোনয়ন যদি সঠিক হয় তবে সেক্ষেত্রে আমরা দেখেছি নৌকার প্রার্থী বেশি জয়লাভ করেছে। কারণ নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা রয়েছে।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় নবনির্বাচিত ৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
Discussion about this post