অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে সরকার।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যরা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
পৃথিবীর বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত বাংলাদেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দশজন।
Discussion about this post