অনলাইন ডেস্ক
কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।
পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা। নির্বাচনে সকাল ৮ টায় হাজি ফজলুল হক মডেল হাই স্কুলে নারী ভোটারদের ছিলো দীর্ঘ লাইন। ভোটার উপস্থিতির এমন চিত্রই ছিলো ১৯২টি কেন্দ্রেই ।
সাম্প্রতিক সময়গুলোতে ক্ষমতাসীন নৌকার বিপক্ষের প্রার্থীর এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি অনেক জায়গায়। তবে নারায়ণগঞ্জ ছিলো ব্যতিক্রম। নির্বাচন করায় দল বহিষ্কার করলেও স্থানীয় বিএনপির কর্মীরাই ছিলো নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বি হাতি মার্কার এজেন্ট হিসেবে। ভোট সুষ্ঠু হচ্ছে বলে দিন শেষে স্বীকারও করেছেন তারা।
এদিন যত সময় গড়িয়েছে কেন্দ্রগুলোতে ভোটারদের ভীড় ছিলো চোখের পড়ার মতো। কারণ আঙ্গুলের ছাপ না মেলায় একটি ভোট দিতে দীর্ঘ সময় লেগে যাচ্ছিলো অনেকের।
এদিকে হাজি ফজলুল হক মডেল হাই স্কুলের সামনে ৭ খুনের আসামী নূর হোসেনের ভাই নূর উদ্দিনের পক্ষে প্রভাব বিস্তার করতে দেখা গেছে।
নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা সংস্থাগুলোও ভোট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। মাঠে ছিলেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও।
দিনের শেষ দিকে নানা নাটকীয়তার পর ভোট দিতে আর্দশ স্কুলে আসেন নারানয়নগঞ্জ রাজনীতিতে আগ্রহের কেন্দ্রে থাকা শামিম ওসমান। পরে সাংবাদিকদের নৌকার বিজয়ের শতভাগ আশা জানিয়ে বলেন, ভোট সুষ্ঠু হয়েছে এটাই বড় পাওয়া।
Discussion about this post