শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত এক অফিস আদেশ গণমাধ্যমের হাতে এসেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত পত্রের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০১৯-২০ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে আনিত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
গত ৯ জানুয়ারি ২০২২ তারিখে এক অফিস আদেশের মাধ্যমে ইউজিসি তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে।
ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরকে আহ্বায়ক করে ৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- জনাব মো. মোস্তাফিজুর রহমান, উপপরিচালক অর্থ ও হিসাব বিভাগ, ইউজিসি এবং মো. গোলাম দস্তগীর, সিনিয়র সহকারী পরিচালক পাবলিক, বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ ইউজিসি।
এদিকে ‘অর্থ আত্মসাৎ’ শব্দটিকে অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত অসম্মানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির নেতারা এক বিজ্ঞপ্তিতে ইউজিসিকে এ ধরনের তদন্ত থেকে ‘বিরত’ থাকার অনুরোধ জানান।
Discussion about this post