শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের প্রেক্ষিতে গণমাধ্যমের কাছে আজ( ২৬ জানুয়ারি) ব্রিফ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছি আমি। ড. ইকবাল, ইয়াসমিন হকের সাথেও কথা বলেছি আমি। এক দফা আন্দোলনের ব্যাপারে খতিতে দেখা হবে। তারা যেই বা যারাই হোন না কেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। যতো অভিযোগ এসেছে, যেখানে যার অবহেলা, ত্রুটি-বিচ্যুতি থাকুক না কেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যে শিক্ষার্থীরা এতদিন আন্দোলন করছেন, সে সমস্যাগুলো কিন্তু আমাদের দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েরও সমস্যা। আবাসনের সমস্যা, খাওয়া-দাওয়ার সমস্যা, হল, গণরুম- এসব কিন্তু আমাদের দেশের সকল পাবলিক বিশ্ববইদ্যালয়েরই বাস্তবতা। এই আন্দোলনের কারণে আমরা সব কিছু খতিয়ে দেখার সুযোগ পেয়েছি। একটি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তবে বাকি বিশ্ববিদ্যালয়ের জন্যও কাজ করতে পারবো আমরা।
শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, এ কয়দিনে অনেক ঘটনা ঘটে গেছে। সাম্প্রতিক সব ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনকারীরা শারীরিক, মানসিকভাবে একদমই পর্যুদস্ত হয়ে আছেন। তারা যদি এখন বা কয়েকদিন সময় নিয়ে আমাদের সাথে বসতে চান, আমি প্রস্তুত আছি। প্রয়োজনে সিলেট যাবো আমি। তবু শিক্ষার্থীরা যেমনটা চায়, তেমনটাই হবে।
Discussion about this post