শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে নেয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে বিষয় কমিয়ে নেয়া হয়। তবে বোর্ড বলছে, এবার বছর সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নপত্র প্রণয়ন কাজটি যেহেতু বেশ সময়সাপেক্ষ তাই আমরা ইতোমধ্যে এর প্রস্তুতি শুরু করে দিয়েছি। এসএসসি পরীক্ষা হয়তোবা জুনের দিকে আর এইচএসসিটা হয়তো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে নেয়া হবে।
তিনি আরও বলেন, স্কুলে যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে সেটার উপর ভিত্তি করেই সব বিষয়ে এবারে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া এস্যাইনমেন্টও দেয়া হবে। তবে সব কিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর।
তবে একাধিক শিক্ষক বলছেন, সশরীরে একাধারে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের।
Discussion about this post