নিজস্ব প্রতিবেদক
রোজার মাসে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে।
উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। আদালতগুলোর সময়সূচী নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বৈঠকের সিদ্ধান্ত জানান।
করোনাভাইরাসের এই পরিস্থিতিতে গত দুই সপ্তাহ বন্ধের পর সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে বসার আয়োজন করা হয়।
Discussion about this post