অনলাইন ডেস্ক
বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেলেন নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’-এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। এরপর বাংলা একাডেমির সভাপতির সভাপতির পদ শুন্য ছিল।
সেলিনা হোসেনের কর্মজীবনের ৩৪ বছর কেটেছে বাংলা একাডেমিতে।
Discussion about this post