শিক্ষার আলো ডেস্ক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ গুণীজনকে এ বছর একুশে পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। পদকপ্রাপ্ত গুণীজনদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষাবিদও রয়েছেন।
প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিজ্ঞান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষায়, গবেষণায় ড. আব্দুস সাত্তার মণ্ডল এবং সমাজসেবায় আব্রাহাম লিংকন একুশে পদকে ভূষিত হয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন: আমরা শিক্ষা পরিবার গর্বিত ও আবেগাপ্লুত। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। শিক্ষার মানোন্নয়নে ও গবেষণায় অনুপ্রেরণা যোগাবে এ স্বীকৃতি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Discussion about this post