শিক্ষার আলো ডেস্ক
আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ (এইউবি)। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টিও আলোচনা করা হবে।
জানা গেছে, আগামীকাল রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে চায় এইউবি। সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মতামত নিয়ে বৈঠকের তারিখ চূড়ান্ত করা হবে। বৈঠকে কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদকে অবহিত করবেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানাতে আমরা বৈঠক করব। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের ওই বৈঠকে আলোচনা করার বিষয়ে তিনি আরও বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। তবে যদি উপাচার্যরা এটিকে সভার এজেন্ডা হিসেবে সামনে আনেন তাহলে আমরা এ বিষয়ে আলোচনা করব।
Discussion about this post