অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ১ লাখ ৩০ হাজার বর্গফুটে ২৫টি ডাবল ও ৭০টি সিঙ্গেল স্টল থাকবে।থাকবে বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার ও ওয়াইফাই জোন।
১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু।
সংবাদ সমেলনে উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, গবেষক জামাল উদ্দিন, কবি অভীক ওসমান, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।
Discussion about this post