অনলাইন ডেস্ক
আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সারাবিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে আজ ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন হবে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ (ভিএমবি)’র।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজকরা বলেন, ভিএমবি এমন একটি প্লাটফর্ম যেখানে শৈল্পিকভাবে বাংলাদেশের ঐতিহ্যগত প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হবে। আমরা আশাবাদী, এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি গোটা বিশ্বের কাছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০১৭ সালের মাঝামাঝিতেই এই ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের কাজ শুরু হয়। এরমধ্যে, ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ছয়টি ভিন্ন প্রচীন প্রত্নতাত্ত্বিক স্থান এই ভিএমবি অ্যাপে যুক্ত হয়েছে।
যে কেউ virtualmuseumbd.com ওয়েবসাইটটিতে ঢুকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং একটি ভিআর হেডসেটের মাধ্যমে ভার্চুয়ালি এই ছয়টি স্থান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন।
যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো এই অ্যাপটিতে রয়েছে, সেগুলো হচ্ছে- বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনওয়াবগঞ্জের ছোট সোনা মসজিদ, যশোরের ১১ শিব মন্দির, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজীউ মন্দির।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শাহনেওয়াজ।
Discussion about this post