করোনাভাইরাসের বিস্তারে সৃষ্ট পরিস্থিতিতে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিএসআরএম। চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে বিএসআরএম গত ৮ এপ্রিল বুধবার চট্টগ্রামের ৮টি হাসপাতালে ১ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে।
হাসপাতালগুলো হলো ন্যাশনাল হসপিটাল প্রা. লি., পার্কভিউ হসপিটাল লি., ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম লি., ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লি., চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল লি., সার্জিস্কোপ হসপিটাল লি., চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইনকে লেখা এক বার্তায় জানান, বিএসআরএমের এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা প্রশংসার দাবিদার। জাতীয় দুর্যোগ মোকাবিলায় পাশে দাঁড়াতে বিএসআরএমের এই জরুরি উপকরণ প্রদানের জন্য তিনি পুরো টিমকে অভিবাদন ও ধন্যবাদ জানান।
বিএসআরএম চিকিৎসক, প্রশাসন ও সর্বস্তরের মানুষকে সহযোগিতা করবে বলে জানায়। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে বাসায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা পালনের অনুরোধ জানায়। বিজ্ঞপ্তি।
Discussion about this post