অনলাইন ডেস্ক
বড় অঙ্কের ঋণ ও অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং নেদারল্যান্ডস। দেশের অন্যতম প্রধান দুই নদী পদ্মা ও যমুনার ভাঙন রোধসহ বন্যা নিয়ন্ত্রণে এই অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং সম্পাদিত চুক্তিতে সই করেন।
সম্পাদিত চুক্তি সম্পর্কে এডিবি জানিয়েছে, ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (প্রজেক্ট-২) শীর্ষক এ প্রকল্পের আওতায় ১ হাজার ৪৮৬ দশমিক ৫৬ লাখ টাকা দেবে এডিবি ও নেদারল্যান্ডস। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৮১ কোটি ৩৯ লাখ টাকা, অবশিষ্ট টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
প্রকল্পে এডিবি ঋণ সহায়তা দিচ্ছে ১৫ দশমিক ৭ কোটি ডলার। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৩৩৪ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১ দশমিক ৭৯ কোটি ডলার দেবে নেদারল্যান্ডস, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫২ কোটি টাকা।
প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১৫ হাজার ৪০০ হেক্টর জমি ভাঙন থেকে রক্ষা করা হবে। এতে সরাসরি উপকৃত হবে পাঁচ লাখ মানুষ। এছাড়া চাষাবাদের আওতায় আসবে ৮ হাজার হেক্টর চরাঞ্চলীয় জমি।
Discussion about this post