নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০মার্চ থেকে শুরু হবে। এ স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস বুধবার থেকে শুরু হচ্ছে। এরঠিক আগে মঙ্গলবার রাতে প্রাক প্রাথমিকে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রুটিন থেকে জানা যায়, প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।
এছাড়া রুটিনে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি চিহ্নিত করে বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, করোনা সংক্রমণ ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে দ্বিতীয় দফায় এ বছরের ২০ জানুয়ারি থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের করোনা সংক্রমণ কমায় প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার (১ মার্চ) থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলার ঘোষণা এলেও বন্ধ থাকে প্রাক-প্রাথমিক ক্লাস।
Discussion about this post