বৈদ্যুতিক গোলযোগের কারণে করোনা পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে গণস্বাস্থ্য কেন্দ্রের। ল্যাবে উৎপাদন চলাকালে এই বিঘ্ন ঘটে। এর ফলে শনিবার (১১ এপ্রিল) সরকারকে করোনা পরীক্ষার কিট সরবরাহ করতে পারছে না প্রতিষ্টানটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কিট উৎপাদনের কাজে ব্যবহৃত ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। ভোল্টেজ ওঠানামা করায় প্ল্যান্ট চালানো সম্ভব হচ্ছে না। ফলে কিট উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।’
তিনি বলেন, ‘হঠাৎ করে গোলযোগের কারণ বুঝতে পারছি না। ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি পরীক্ষা করছেন। যত দ্রুত সম্ভব উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি।’ হঠাৎ করে এমন গোলযোগের কারণে অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন জাফরউল্লাহ চৌধুরী।
কোভিড-১৯ পরীক্ষার কিট তৈরি করে ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইইডিসিআর-সহ কয়েকটি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা ছিল গণস্বাস্থ্য কেন্দ্রের তবে বৈদ্যুতিক গোলযোগে বন্ধ রয়েছে দ্রুত করোনা শনাক্তকরণ কিট ‘র্যাপিড ডট ব্লট’ উৎপাদন।
Discussion about this post