অনলাইন ডেস্ক
সমাজকে সঠিকভাবে প্রবাহিত করা ছাড়াও উন্নয়নকে ত্বরান্বিত করতে রেডিও ও টেলিভিশনের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে প্রাইভেট রেডিও ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠককালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে রেডিওর জন্য আলাদা নীতিমালা তৈরির পাশাপাশি সাত দফা দাবি তুলে ধরা হয়। পর্যায়ক্রমে তাদের দাবিগুলো বিবেচনায় নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
পরে জাতিসংঘে ভোটদানে বিরত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে। তাই রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত ছিলো বাংলাদেশ।
Discussion about this post