অনলাইন ডেস্ক
ইউক্রেনে আটকাবস্থায় ৫ বাংলাদেশিসহ একশ’র মতো বাংলাদেশি অবস্থান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে একটি বে-টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের ওপর দেওয়াসহ এই সফরে ৪ থেকে ৫টি চুক্তি সই হতে পারে।
এক প্রশ্নোত্তরে মন্ত্রী ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের সর্বশেষ অবস্থান জানাতে গিয়ে বলেন, প্রায় ১ হাজার বাংলাদেশি পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাহাজের মৃত প্রকৌশলীর মরদেহ ইউক্রেনেই নিরাপদে রাখা আছে বলেও জানান তিনি।
বিদেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আগে বলেছিলেন, ইউক্রেনে জিম্মি ৫ বাংলাদেশির তথ্য ও পরিচয় জানার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ কেউ বলছেন বাংলাদেশিদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে, বিষয়টি জানতে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
Discussion about this post