নিজস্ব প্রতিবেদক
আজকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন উপাচার্যরা। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ।
সভা সূত্রে জানা গেছে, সভায় প্রথমবারের ত্রুটি-বিচ্যুতি সমাধানে বিভিন্ন পরামর্শ দিয়েছেন উপাচার্যরা। এছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনে টেকনিক্যাল বিষয়গুলোও এ সভায় আলোচনা হয়। তবে সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি।
সভার বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা সকলেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাই। প্রথমবার যে ভুলগুলো হয়েছিল সেগুলো সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।
ফলে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেল।
Discussion about this post