শিক্ষার আলো ডেস্ক
‘আমরা গণতন্ত্রের কথা বলি সব জায়গায়। আমরা চিৎকার করি গণতন্ত্র নেই, গণতন্ত্র দরকার। অথচ বাড়ির ভেতরে, নিজের পরিবারের ভেতরে গণতন্ত্রের চর্চা করি না। আমরা বাবা-মায়েরা বাচ্চাদের বলি, এটা করো। বাচ্চা যদি জিজ্ঞেস করে কেন? একবারের বেশি দুইবার বললেই বালি, যা বলেছি তাই করো। এটা কোন গণতন্ত্র? একটা শিশুর জানার অধিকার আছে, সেটাকে পাত্তা দিলাম না। যেখানে সব শিক্ষার শুরু হয়, সেই ঘরের মধ্যে আমি গণতন্ত্রের চর্চা করলাম না। অথচ আমি রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র চাইবো, সব জায়গায় গণতন্ত্র চাইবো; এটা সোনার পাথর বাটি। এটা হয় না।’
শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্যেশ্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধগুলো ছোটবেলা থেকেই গড়ে উঠতে হয়। মানবাধিকার নিয়ে সচেতনতা, নারীর অধিকার, সম্মান দিতে হবে। নারী-পুরুষ সমান অধিকার নিয়ে একে অন্যের পরিপূরক হিসেবে সমাজ-রাষ্ট্র গঠন করবে। এই শিক্ষা ঘর থেকে পেতে হবে। ঘরে থেকে একজন শিশু যদি দেখে ভিন্ন আচরণ, যখন সে বড় হবে, তখন নিজের জীবনেও সেই ব্যত্যয় চলবে। কাজেই আমাদের প্রত্যেক ঘরে সচেতনভাবে এই আচরণগুলো করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্বশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
Discussion about this post