শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব শিগগিরই বৈঠক করবে উপাচার্যরা। আগামী ৮ এপ্রিলের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৮ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। এই সভার পূর্বেই বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের সভা হবে। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। এই সভার পূর্বেই আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে বৈঠক করবো।বৈঠকে সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে।
Discussion about this post