শিক্ষার আলো ডেস্ক
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধুমাত্র স্লোগান আর ছাত্র সংগঠনের পদের পেছনে পড়ে থাকলে হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। ছাত্র সংগঠনের পদ দিয়ে হয়তো সর্বোচ্চ দুয়েকটি চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু যোগ্যতা না থাকলে চাকরি হবে না।
আজ শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা বিশেষ অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি, হানাহানি, সংঘর্ষে জড়াবে না। তারা সংস্কৃতির চর্চা করবে। শুধুমাত্র সনদের জন্য পড়াশোনা করলে হবে না। মাল্টি স্কিল্ড হতে হবে। আমরা ভাবি ছাত্র সংগঠনের পদ থাকলে সরকারি চাকরি পাবো। তাহলে বাকি শিক্ষার্থীদের কি হবে? তাই স্লোগানে নয়, বরং নিজেদের (শিক্ষার্থীদের) যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান নওফেল।
তিনি বলেন, কারো নাম ধরে বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেবেন না, এটা শোভনীয় নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো আচরণ করতে হবে। স্লোগান আর পদ পাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয় না। বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।
Discussion about this post