বিশ্বব্যাপী চলমান মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগ। আপদকালীন সময় যেন সবাই ভালোভাবে কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠন করা হয়।
জানা গেছে, বিভাগের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল তারা অন্যদের পাশে দাঁড়াবে। এক্ষেত্রে যাদের সহযোগিতা প্রয়োজন যেকোনো শিক্ষককে জানালে পরিচয় গোপন রেখে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে।
এ বিষয়ে বিভাগের প্রধান মো. রশিদুল ইসলাম শেখ বলেন, ‘বিভাগে আমরা একটি পরিবারের মতো। পরিবারের কেউ সমস্যায় পড়লে যেভাবে সবাই এগিয়ে আসে, তেমনি আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব। এজন্য সবার সমন্বয়ে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাবেক শিক্ষার্থীদের মধ্যেও যদি কেউ সমস্যায় থাকে আমরা তাদের পাশে দাঁড়াবো।’
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে এমন উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কয়েকটি বিভাগ উদ্যোগ নিয়েছে। সব বিভাগকেই অনুরোধ করবো, এ আপদকালীন সময়ে যেন তারা নিজেদের শিক্ষার্থীদের পাশে থাকেন।’
বিভাগটির সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সবার আর্থিক অবস্থা সমান বা সচ্ছল নয়। অনেক শিক্ষার্থীরা অনেক কষ্ট করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেকে তাদের টিউশনের টাকা দিয়ে নিজের পড়াশোনা চালাতো। এমনকি নিজের অসচ্ছল পরিবারকে সহযোগিতা করতো।’
তিনি বলেন, ‘অনেকের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি হয়তো এই পরিস্থিতিতে পরিবারের ন্যূনতম ভরণপোষণের ক্ষেত্রে মারাত্মকভাবে হিমশিম খাচ্ছে। এতে লজ্জার কিছু নেই, অনেকেই পরিস্থিতির শিকার।’
বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী যাদের সামর্থ্য আছে তাদেরকে নিন্মোক্ত শিক্ষকদের ব্যক্তিগত বিকাশ অথবা রকেট নম্বরে সাধ্যমত অনুদান প্রেরনের জন্য আহবান জানান তিনি।
অনুদান প্রেরনের নাম্বার: রুহুল আমীন, সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, বিকাশ- ০১৭১২২৯০২৯৮
মোঃ জিয়া উদ্দিন, সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, বিকাশ/রকেট- ০১৭২৭৬৫৮০৮৩
মিশকাত জাহান, প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ, বিকাশ- ০১৬৪৪৯৭২৮৭৩।
Discussion about this post