শিক্ষার আলো ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার সরকারি সিদ্ধান্তের বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়া দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন— দিনাজপুর সদর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ এবং মানিকগঞ্জ সদরের বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার। বুধবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস থেকে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে পোস্ট দেওয়ার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশে বলা হয়েছে, গত ২৯ মার্চ সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ ফেসবুকে ‘অবশেষে প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে বিভ্রান্তিমূলক পোস্ট দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে বিষয়টি।’
মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার ফেসবুকে একই স্ট্যাটাস দিয়েছেন। বরখাস্তের অফিস আদেশ দুটিতে বলা হয়েছে, দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চের অফিস আদেশে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালুর সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, রমজানে প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী ছুটি দিয়েছেন বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, এটি গুজব। ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।
Discussion about this post