শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার পর মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
নিচে পাঠকদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান তুলে ধরা হলো—
১. জবার অমরাবিন্যাস— অক্ষীয়
২. cell mediated immunuty— T lymohocyte
৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয়— যকৃত
৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে— S phase
৫. পত্ররন্ধ্র খোলা তরাণ্বিত করে— নীল আলো
৬. গবলেট কোষ কোথায় থাকে— মিউকোসা
৭.কোনটা লালারসে থাকে— টায়ালিন
৮. আমিষ পরিপাকে— ট্রিপসিন
৯. মায়ের দুধে— IgA
১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে— মেসোফিল
১১. অদ্রবনীয় প্রোটিন— গ্লুটামিন
১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে— কোষ গহ্বর
১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয়— K+
১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন – মাইটোসিস
১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু— বাম ভেন্ট্রিকল
১৬. চর্মরোগের ওষুধ— Cycas circinalis
১৭. কোনটা Autosomal recessive এর রোগ— থ্যালাসেমিয়া
১৮.হৃদস্পন্দন শুরু হয়— 6 th week
১৯. কেচো শ্বাস নেয়— ত্বক
২০. প্রজাপতির প্রতিসাম্যতা— দ্বিপার্শ্বীয়
২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয়— ৬ অনু
২২. প্রস্বেদন কখন বেশি হয়— আদ্রতা কম থাকলে
২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ— গ্লাইকোলাইসিস
২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয়— Apogamy
২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয়— করপোরা এলাটা
২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে— টক্সোয়েড
২৭.বংশগতির বাহক কে— ক্রোমসোম
২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায় – পালস অক্সিমিটার
২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে— স্ট্রবেরি
একটি প্রশ্ন না পাওয়া যাওয়ায় সেটির সমাধান দেয়া সম্ভব হয়নি।
Discussion about this post