নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। আজ শুক্রবার (১ এপ্রিল) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দুপুরে এমন তথ্য দেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সম্ভবত আগামী মঙ্গলবার বিকেলে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চার দিন সময় নিচ্ছি।’
পরীক্ষা কেমন হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এমন আয়োজনে আমরা সন্তুষ্ট।’
পরীক্ষা নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ব্যাপক সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছি। সামগ্রিকভাবেই ভালো পরীক্ষা হয়েছে।’
প্রশ্নের মানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার আওতাভুক্ত না। আমরা প্রশ্ন দেখিওনি। আমার প্রশ্ন দেখার সুযোগও নাই। কোনোবারই দেখিনি। আমি বা আমাদের পরিচালক (মেডিকেল শিক্ষা) কেউ দেখেননি। যারা ওএমআর শিট করেন, তারাই দেখেন, তারাই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ভুলভাবে ফল প্রকাশ করার লক্ষ্যে ওএমআর শিট দুটি প্রতিষ্ঠানকে দেখানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দুই প্রতিষ্ঠানের খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে। সেজন্য এবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না বলে জানা গেছে।
ওই সূত্র আরও জানায়, গত কয়েকবছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখে আসছে। এবার বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগও মেডিকেল ভর্তিচ্ছুদের ওএমআর শিট দেখবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয় মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধায় ৪,২৩০ জন (শুধু মেধা কোটায় ৩,৩৮৪জন+জেলা কোটায় ৮৪৬ জন), মুক্তিযোদ্ধা কোটায় ৮৭, উপজাতীয় কোটায় ৩৩ জন নির্বাচিত করা হবে। এ ছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,৪৮৯টি আসনের জন্য ছাত্র ভর্তির নির্দেশনা প্রদান করা হবে।
Discussion about this post