নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজে অনার্স ফলপ্রসূ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’র সপ্তম বার্ষিক সম্মেলনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা অনেক কলেজে অনার্স দিয়েছিলাম। যা ফলপ্রসূ হচ্ছে না। তাই আপাতত অনুমোদন বন্ধ রেখেছি। পুনর্বিন্যাসের চেষ্টা করছি। ডিগ্রি যে কোর্সটা হয়, সেখানে ভাষা, আইসিটি, অন্ট্রাপ্রিনিউরশিপ সংযুক্ত করার চেষ্টা করছি।’
মন্ত্রী বলেন, ‘দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের অধিকাংশই ঘটনাচক্রে শিক্ষক। দেখা যায়, তিনি হয়তো অন্য কোনও চাকরি করতে চেয়েছেন বা বিসিএসে তার হয়তো ২৭তম চয়েস ছিল শিক্ষা ক্যাডার।’
Discussion about this post