শিক্ষার আলো ডেস্ক
জন্ম থেকে দুই পা নেই লিতুন জিরার । দুই হাত ও নেই কনুইয়ের নিচ থেকে। তবুও থেমে নেই তার পড়াশোনার আগ্রহ। ইচ্ছা শক্তির জেরে এগিয়ে গেছেন দুরন্ত গতিতে। পিইসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ফাইভ। বর্তমানে গোপালপুর স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছেন লিতুন।
ক্লাসের এই ফাস্ট গার্ল সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি পেয়ে লিতুনের খোঁজ নেন প্রধানমন্ত্রীও। তার জন্য নিজের তহবিল থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ করেন লিতুনের জন্য। আজ তার হাতে চেকটি তুলে দেবেন প্রধানমন্ত্রী।
যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের জাহানারা বেগম ও হাবিবুর রহমান দম্পতির দুই সন্তানের মধ্যে সবার ছোট মেয়ে লিতুন। হাবিবুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা এআর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি উপজেলা তাঁতী লীগেরও সাধারণ সম্পাদক। তার বাবা আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক হাবিবুর গণমাধ্যমকে বলেন, লিতুন ডান হাতের বাহুর অগ্রভাগ দিয়ে চোয়ালে কলম চেপে ধরে লেখে। এভাবে লিখেই ২০১৯ সালে স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ মার্চ একটি চিঠিতে জানানো হয়, লিতুন জিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য মঞ্জুর হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির স্বাক্ষরিত ওই চিঠিতে ওই কার্যালয় থেকে চেক সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
Discussion about this post