নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে উচ্চশিক্ষায় ভর্তি আগ্রহী ছাত্রছাত্রীদের সুবিধার্থে , নিয়ম নীতি না মানা ও আইনি জটিলতা থাকায় বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারির চিন্তা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শীঘ্রই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। গত বছরের সেপ্টেম্বরে বেসরকারি ২৬টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন সতর্কতা জারি করেছিলো ইউজিসি।
দুই ধাপে এই সতর্কতা জারি করবে ইউজিসি। প্রথম দফায় তিনটি এবং পরে বাকী ২১টির বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তির খসড়া তৈরি করেছে তারা। আগামী সপ্তাহে প্রথম ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
দেশে ১০৮টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯৯টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইউজিসির ওয়েবসাইট থেকে অনুমোদিত ক্যাম্পাস ও অনুমোদিত প্রোগ্রামে নির্ধারিত আসন সংখ্যার বিষয়ে নিশ্চিত হয়ে নিতে পরামর্শ দিয়েছে ইউজিসি।
এসব বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ওমর ফারুখ বলেন, নিয়ম নীতি না মানা ও আইনি সমস্যা থাকায় এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী সপ্তাহে প্রথম ধাপে তিনটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরে বাকীগুলোরও প্রকাশ করা হবে।
তিনি বলেন, যদি কেউ এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতারিত হলে, পরে আইনগত সমস্যায় পড়লে বা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হলে অথবা সংশ্লিষ্ট প্রোগ্রাম বাতিল হলে বা অতিরিক্ত আসনে ভর্তি হওয়ায় সনদ বাতিল হলে তার দায়-দায়িত্ব ইউজিসির উপর আসবে না।
Discussion about this post