করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি ঠেকাতে গোপালগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গোপালগঞ্জে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে অবরুদ্ধকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না।
আরও বলা হয়, জেলার আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতার থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার (আজ) রাত ১০টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post