নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে যান তিনি। এরপর মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট। পরীক্ষায় প্রশ্নফাঁস এড়াতে ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষা নেয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি পরীক্ষা ব্যবস্থা ও পরীক্ষার মান আরও কিভাবে উন্নত করা যায়।
তিনি বলেন, ‘‘যেভাবে সফলতার সঙ্গে এমবিবিএস পরীক্ষা নেয়া হয়েছে সেভাবে বিডিএস পরীক্ষা নেয়া হয়েছে। করোনার মধ্যেও এসব পরীক্ষাগুলো নিয়ে এসেছি। কোনো সময় এই পরীক্ষা বন্ধ ছিল না।’’
এর আগে, এদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছে বেলা ১১টায়। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউর পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের মোট ৬৫ হাজার ৯০৭ পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতি আসনের জন্য লড়ছেন ১২১ শিক্ষার্থী। বেসরকারি মেডিকেল কলেজে ১ হাজার ৪০৮ সিট রয়েছে। মোট ১ হাজার ৯৫০টি সিট রয়েছে ডেন্টাল শিক্ষার্থীদের জন্য। এই পরীক্ষা ১২টি সেন্টার ও ২৬টি কেন্দ্র নেয়া হয়েছে। ঢাকার ৩০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
এছাড়া জাহিদ মালেক বলেন, আগামী মে মাস থেকে কলেরার টিকা দেওয়া হবে। যেসব এলাকায় প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় দ্রুত টিকা দেওয়া হবে। এ সময় কলেরা থেকে সুরক্ষায় সবাইকে বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে এখনও কিছু বলেনি জানিয়ে তিনি বলেন, দ্রুত টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
Discussion about this post