অনলাইন ডেস্ক
কখনও কোরআন শরিফ, কখনও তসবিহ হাতে নিয়ে থেকে থেকে চিৎকার করে উঠছেন শাকিলের মা। চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারে ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে গিয়ে মারা গেছেন শাকিল। তবে মা জানেন না এ খবর। তাকে বলা হয়েছে, আগুন নেভাতে গিয়ে শাকিল আহত হয়েছে।
তাইতো ঘুরেফিরে সামনে যাকে পাচ্ছেন তার কাছে মনের কথা জানাচ্ছেন তিনি। জানান, আল্লাহ যেন তার ছেলেকে দ্রুত সুস্থ করে দেন। আগামী বছর শাকিল মাকে হজে পাঠনোর মনস্থির করেছিল। খুব কষ্ট করে ছেলেকে মানুষ করার কথাও জানান মা জেসমিন বেগম। বলেন, জমি বন্ধক রেখে তিন ছেলেকে মানুষ করেছি। শাকিলের ইচ্ছা ছিল দেশ ও মানুষের জন্য কিছু করবে। তার ইচ্ছানুযায়ী ফায়ার সার্ভিসে চাকুরি পায় সে। এদিকে শোকে বাকরুদ্ধ পিতা ও দুইভাইসহ গোটা গ্রামের মানুষ।
শাকিল খুলনার বটিয়াঘাটার উপজেলার সুরখালি ইউনিয়নের শুকদারা গ্রামের সত্তার তরফদারের ছেলে। তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও সেই ছিল পরিবারের একমাত্র উপজনক্ষম ব্যক্তি।
Discussion about this post