অনলাইন ডেস্ক
৪০ ঘন্টা পার হলেও বিএম ডিপোতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই কেমিক্যাল আগুন নেভাতে ঢাকা থেকে আনা হয়েছে দুটি হাজমত টেন্ডার (গাড়ি)।
পাশাপাশি কনটেইনার সরাতে হ্যান্ডলিং ইক্যুইপমেন্টও আনছে ডিপো কর্তৃপক্ষ। এদিকে ডিপোর ভিতরে আরো কিছু কেমিক্যালভর্তি কনটেইনারের সন্ধান পাওয়া গেছে। এই কেমিক্যালের প্রভাবে এখনও অন্তত ১০টি কনটেইনার ক্রমশ জ্বলছে।
ফায়ার সার্ভিস সূ্ত্রে জানা গেছে, বর্তমানে ৪টি ইউনিট কনটেইনারে পানি দিয়ে তা ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো ৮ থেকে ১০টা কনটেইনারে আগুন জ্বলছে। রাসায়নিক দ্রব্যের প্রভাব থাকার কারণে এমনটা হচ্ছে। কেমিক্যাল আগুন নেভাতে ঢাকা থেকে দুটি হাজমত টেন্ডার (গাড়ি) সহ ২০ জনের টিম আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কেমিক্যালের পাশাপাশি এখানে কিছু গাম আছে। এর কারণে আগুন জ্বলছে। এখন পোশাক কারখানার বিভিন্ন পণ্য জ্বলছে। আমরা পানি দিয়ে আগে কনটেইনার ঠাণ্ডা করার চেষ্টা করছি।
কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট রয়েছে। লজিস্টিক সাপোর্ট পেলে ৫ থেকে ৬ ঘণ্টায় আমরা আগুন পুরোপুরি নেভাতে পারবো।
Discussion about this post