অনলাইন ডেস্ক
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর একটি গুজব ফেসবুকে ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, ‘আগামী ১০-১৫ দিনের মধ্যে বৃষ্টি আসলে কেউ যাতে না ভিজে। কারণ হিসেবে সীতাকুণ্ডে কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরিত হয়েছে, যেটি দূষিত বাতাসের সঙ্গে মিশে গেছে। এই জন্য অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে’ বলে দাবি করা হচ্ছে। সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘ডিএমপি’ পরিচালকের।
এই বিষয়ে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অ্যাসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হাইড্রোজেন পার অক্সাইড দাহ্য পদার্থ নয়। বিস্ফোরক জাতীয় পদার্থও নয়। এই পদার্থে ৬০ ভাগ পানি, বাকিটা অক্সিজেন।’
বিস্ফোরক পরিদপ্তর কর্মকর্তা বলেন, ‘এটি সিরিয়ালে থাকা ৫ নম্বর পদার্থ। এটি যদি বিপজ্জনক হতো তাহলে ঘটনার পর থেকে হাজার হাজার মানুষ সেখানে কাজ করতে পারতো না। আমি নিজেও তিন দিন গিয়েছি, কাজ করেছি। কই আমারতো কিছু হলো না, ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজ করছেন তাদেরও কিছু হলো না।’
প্রায় সব পোস্টের ক্যাপশনে যে গুজবটি লেখা হচ্ছে—রেড অ্যালার্ট: ১০-১৫ দিনের মধ্যে কোনো বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার মানুষজন আগামী কয়েক দিন অন্তত বৃষ্টিতে ভিজবেন না। ঘর থেকে বের হলে সারাক্ষণ সঙ্গে ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সঙ্গে বৃষ্টির পানি মিশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই যত দূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন। বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দেবেন না। যতটুকু খারাপ ঘটে গিয়েছে এর চেয়ে বেশি কিছু যাতে না ঘটে, সবাই সচেতন থাকুন নিজের অবস্থান থেকে। সকলকে সতর্ক বার্তাটি প্রধান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন ৷ ডিএমপি পরিচালক, নিউজটি ছড়িয়ে দিন।
Discussion about this post