নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ এপ্রিল টেলিভিশনে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে ওইদিন থেকে এসএসসি ও দাখিল ভোকেশনাল কোর্সের রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আর ১৯ থেকে ৩০ এপ্রিল সংসদ টিভিতে ভোকেশনালের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। এরই ধারাবাহিকতায় সংসদ টিভিতে এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস প্রচার শুরু হচ্ছে।
জানা গেছে, দুপুর আড়াইটা থেকে শুরু বেল সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।
শিক্ষার্থীদের জন্য সংসদ টিভিতে কারিগরির ক্লাস প্রচারের বিজ্ঞপ্তি ও রুটিন তুলে ধরা হলো-
Discussion about this post