নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার (১৭ জুলাই) গণভবনে ঢাবি ভিসির সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাৎ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় ঢাবি ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর উইম্যান, জেন্ডার অ্যান্ড পলিসি স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক উপস্থিত ছিলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আগামী ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টারের উদ্বোধনী করা হবে। এ উপলক্ষে একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। তিনি উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে ঢাবি ভিসি বলেন, সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রীকে এসব বিষয় সম্পর্কে জানিয়েছি। এছাড়া টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।
Discussion about this post