নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন তৈরি করেছে আন্তঃশিক্ষা সমন্বয় রোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী সপ্তাহে রুটিন প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পরই নতুন রুটিন তৈরির কাজ শুরু করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। খসড়া রুটিন তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার নতুন একটি রুটিন তৈরি করা হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
এর আগে গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করেন।
এবারের পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।
এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে।
Discussion about this post