শিক্ষার আলো ডেস্ক
শিল্প সংশ্লিষ্টদের পরামর্শক্রমে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। এক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাও বিবেচনায় নেয়া হবে। এমনটাই বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ ইসওয়াতিনির শিল্প ও বাণিজ্যমন্ত্রী মানকোবা খুমালো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্প উৎপাদন ব্যবস্থার ক্রমাগত বিবর্তনের ফলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ট্রেডসমূহ দ্রুত পরিবর্তিত হয়। এজন্য এ শিক্ষা ধারার প্রচলিত ট্রেডগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে ও প্রয়োজন অনুযায়ী তা চলমান থাকবে।
এসময় দু’দেশের শিক্ষার্থী বিনিময় নিয়ে আলোচনাকালে শিক্ষা উপমন্ত্রী বলেন, বাংলাদেশে চিকিৎসাবিদ্যাসহ উচ্চ শিক্ষা স্তরে শিক্ষা ব্যয় কম হওয়ায় মেডিকেল কলেজগুলোতে আশপাশের দেশ থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করতে আসে।
ইসওয়াতিনির সফররত শিল্প ও বাণিজ্যমন্ত্রী এ সময় বলেন, শিক্ষার্থী বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের উপযোগী কর্মীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে। আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় শিক্ষা খাতে বাংলাদেশ ও ইসওয়াতিনির সহযোগীতার অনেক ক্ষেত্র রয়েছে।
Discussion about this post