চট্টগ্রাম: করোনাকালে নগরের সাধারণ রোগীদের বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখা। চারটি মোবাইল ফোন নাম্বারে (০১৬১৭ ৪৪৫৫৪৪, ০১৭১৮ ২১৮৪১৫, ০১৭১২ ৮২৩৭২১ ও ০১৫১৯ ৭০২০২০) কল দিলে রোগীর বাসায় হাজির হবে অ্যাম্বুল্যান্স।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ‘মানবতার ডাকে সাড়া, দিন রাত ২৪ ঘণ্টা’ স্লোগানের এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি ও সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ডেপুটি গভর্নর মশিউল আলম স্বপন, সংগঠনের সহ-সভাপতি মহসিন ভুইয়া, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দীপক বড়ুয়া ও মশিউর রহমান ইমরান।
আমিনুল হক বাবু বাংলানিউজকে জানান, লকডাউন পিরিয়ডে যানবাহনের অপ্রতুলতার কারণে মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নিয়েছি আমরা। সংগঠনের নেতৃবৃন্দের মোবাইল নাম্বারে ফোন করে চট্টগ্রাম সিটির যেকোনো মুমূর্ষু রোগী এ সেবা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগ্রহ থাকলেও করোনা সাসপেক্ট অথবা করোনা রোগী পরিবহন করতে পারবে না এ অ্যাম্বুলেন্স। কারণ করোনা রোগী পরিবহনে বিশেষ নিরাপত্তা প্রয়োজন।একটি মাত্র ফোন কল, আপনার সেবা দিতে প্রস্তত মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ।
তিনি জানান, করোনাভাইরাসের শুরু থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক এবং ২ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এর বাইরে একটানা ১০ দিন নগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে স্টেশন রোডে ছিন্নমূল, মাঝিরঘাটে শ্রমিক, কদমতলীতে বস্তি এলাকা, ইপিজেডে শ্রমিক এলাকা, আকবর শাহ সহ বিভিন্ন জায়গায় দৈনিক ৩০০ লোকের মধ্যে খাদ্য সরবরাহ করা হয়।
আমরা বিশ্বাস করি সরকারের বড় উদ্যোগের পাশাপাশি সবার ক্ষুদ্র প্রচেষ্টা করোনাকালে মানুষের উপকার করবে। তাদের দুঃখ-কষ্ট লাঘব করবে।
Discussion about this post